তোমার জন্য কাঁদে আমার মন
তুমি কি সেই কাঙ্খিত মোর ধন?
তোমার বুকের গহীন আকাশ জুড়ে
মন পাখি মোর সকল সময় ওড়ে।

তুমি আমার কুয়াশা ঘেরা ভোর
তুমি আমার মন যমুনার ঘোর
তুমি আমার নিশি রাতের বাতি
তুমি আমার জীবন চলার সাথি।