মন আছে যার মনটা খারাপ শুধু তারি হয়
মন ছাড়া যে মনের ব্যথা বুঝা বড়ো দায়।
সবাই জানি মা-ই আপন মায়ের মতো নাই
সত্য বটে এ কথাটার তুলনা আর নাই।

তবুও আবার বুঝতে হবে আরও আপন কে
মনের মাঝে মন আছে যার আপন হলো সে।
সুখে যখন মন দোলা দেয় মন যে খুশী হয়
এ মন আবার দুঃখ পেলে দারুণ ব্যথা পায়।

মনই বলে মনের কথা মনই কমান্ডার
তার নির্দেশেই চলি আবার তারি খবরদার।
মনের জগত মনো বাড়ী সেথায় থাকে সে
তার বাড়িতে আসবে যাবে ব্যথায় থাকে যে।

কষ্টের সময় মন ডেকে কয় কষ্ট পাস না তুই
আমি না তোর বিছানাতে বালিশ পেতে শুই।
যতো আছে দুঃখ কথা বলবি আমার কাছে
এ জগতে আমি ছাড়া আপন কেবা আছে?

আমার মতো নিকটজন আর পৃথিবীতে নাই
বুঝতে পারলে আমার কথা থাকবে সুখে ভাই।
জানবো আমি সবার আগে ব্যথা যদি পাও
ডেকে দেবো সকল ওষুধ যতোটুকু চাও।

কেবা পারে আমার মতো এমন ওষুধ দিতে
কেবা পারে আমার মতো দুঃখেরই ভাগ নিতে।
আমার চেয়ে আপন কেহ পৃথিবীতে নাই
দুঃখের খবর পেলে সেথা দৌড়ে ছুটে যাই।

এ ধরাতে আমার মতো আসবে না কেউ আর
কাঁদবে না রে সকাতরে কাঁদবে না কেউ আর।
আমি থাকি তোদের মাঝে দেখতে তোরা পাস না
তোদের দুঃখে কাঁদি আমি তাকি তোরা বুঝিস না?


তারিখ-
বাংলা-২৩ চৈত্র ১৪২৮, মঙ্গলবার
ইংরেজী-০৬-০৪-২০২২
সময়ঃ ১-১৮মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ