সেই সব দিনগুলো আসবে না ফিরে
নাড়া দেয় দেহ মন স্মৃতিটাকে ঘিরে
আফসোসে বুক ফাটে কাঁদে মন আঁখি
শৈশবের স্মৃতিটা কে আয়নায় দেখি।

মন চায় দেখি তোমায় আঁখিদ্বয় মেলে
সংশয়ে কাটে মন দেখা পাবো কি রে
রাগ গোসা বুড়ো এখন বায়নাও নেই
চাইনে কোনো কিছু আকাঙ্ক্ষা ও নেই।

খোঁপা ছাড়া চুল নিয়ে ঘুরিনা এখন
অবেলায় সাঁতার আর কাটিনা তেমন
সময়ের কাঁটাতারে বাঁধা এ জীবন
দেখে যাও এসে তুমি আছিবা কেমন।

ডানপিটে ছিলাম কিন্তু এখন আর নেই
ভুলে সব এসো কাছে দেখা করে নেই
আসবার সময় কিন্তু চকবার এনো
চকবার প্রিয় সেতো আগ থেকে জানো।