কম খেয়ে কম পরে থাকো মহাসুখে
বেশী চেয়ে নাপেয়ে কেনো রও দুখে
যতোটুকু দরকার তাই নিয়ে থাকো
শান্তিতে মহাকালে নাম লিখে রাখো।

চাওয়া পাওয়া কম হলে নিশ্চিন্ত  মন
সুখে আর শান্তিতে কাটে সারাক্ষণ
চেয়ে কিছু না পেলে কষ্ট যায় বে়ড়ে
কেনো তবে স্বেচ্ছায় সুখ দেও ছেড়ে?

ছোট্টো এ জীবনে কেনো এতো চাই?
আশেপাশে সবকিছু কেনো খেতে যাই?
বেশী টাকা গাড়ী বাড়ী সুখী নাহি করে
অশ্বের গতি তবু কেনো যায় বেড়ে?

বাড়ী ঘর নেই যার রাস্তায় থাকে
সুখ তারে দেয় হানা জোছনার ফাঁকে
চেয়ে দেখো ভ্যান চালক কতো সুখে রয়
মনে তার শতো সুখ ভাটিয়ালী গায়।

শিখে নেও সকলে বেশী চাও যারা
পাবেনাকো সব কিছু হবে ঘুম হারা
টাকা আর বাড়ী গাড়ী দেয়নাকো সুখ
মিছেমিছি কেনো তবে বেঁছে নেও দুখ।