সত্যকে সব সত্য বলো মিথ্যে করো দূর
মিথ্যের মুখে বাড়ি মেরে সরাও বহুদূর
অঘটনের দাদা মিথ্যে পাত্তা দিওনা
লোভে পড়ে তার সাথে সখ্য কোরোনা।
মিষ্টিকথার ফুলঝুরিতে বাঁধাবে সে গোল
কম্ম সারা হলে বেটা পাল্টাবে তার ভোল
বন্ধুত্ব নয় মিথ্যের সাথে রেখো সবাই মনে
সুযোগ পেলে মিথ্যে বেটা খেলবে জনেজনে।