তুমি আমার মিষ্টি গোলাপ
মিষ্টি আলোর ছায়া
তুমি বিনা জীবন আমার
মিথ্যা যে এক কায়া।
তুমি আমার তাজা গোলাপ
সুগন্ধীতে ভরা
তোমার গন্ধে আকুল বিশ্ব
আমি আত্মহারা।
তোমার হাতে হাত রেখেছি
ছাড়তে নাহি চাই
বিশ্ব মাঝে প্রিয়া তোমার
তুলনা তাই নাই।
লাগলো আগুন কৃষ্ণচূড়ায়
লাগলো আগুন মনে
লাগলো আগুন হৃদ মাজারে
লাগলো আগুন বনে।
একটু খানি ছোঁয়া হাতের
আজও কথা বলে
ভালোবাসার রেলগাড়ীটা
ইঞ্জিন ছাড়া চলে।
হাতের ছোঁয়া আগুন সম
পুড়ছে হৃদয় আমার
সাত সাগরের পাড়ে বসে
জ্বলে কি মন তোমার?
যতোদিন এ দেহে আমার
থাকবে ছোঁয়া মন
ভুলতে আমি পারবো না যে
ওগো সোনা মন।
থাকবো আমি পাশে তোমার
প্রিয়া তুমি জেনো
অশ্রু জলে বুক ভাসাবো
কটিতটে শোনো।