লোকটার অনেক মেধা ছিলো
এটা সবার জানা
তবুও এ লোকটার কিন্তু
চাইতে কিছু মানা।
লেখাপড়া অভিজ্ঞতায়
লোকটা পরিপক্ব
সকল কথা সকল কাজে
লোকটা ভীষণ দক্ষ।
লোকটা কিছু চায়না তবু
শুধুই ব'সে থাকে
কেমন ক'রে কি হবে তার
স্বপ্নে ছবি আঁকে।
এমনি ক'রে একদিন লোকটার
স্বপ্ন গেলো মারা
মেধাবী ঐ লোকের সকল
কম্ম হোলো সারা।
আশেপাশের লোক কিছু
হোলো ভীষণ খুশী
মেধাবী কয় নিলাম বিদায়
এবার আমি আসি।