মায়া ছাড়া নাইরে মানুষ মায়ার পৃথিবীতে
মায়ার জন্যই মরে মানুষ মায়ার ধারাপাতে
আটকা যদি পড়ে কেহ মায়ার বেড়া জালে
সেখান থেকে ফেরেনা সে স্বীয় শক্তি বলে।
আটকা থাকে সদা সেযে মায়ার জালে পড়ে
ঠকতে ঠকতে যায় হারিয়ে গহীন গহ্বর তলে
এ বাঁধনের থেকে কারোর রেহাই নাহি মেলে
এ সুযোগেই প্রতারকরা তাঁকেই গিলে ফেলে।
মায়াভরা লোকটা আহা ঠকে সারা বেলা
ঠকিয়ে তারে ঠকবাজরা আনন্দ পায় মেলা
ঠকতে থাকে বারংবারে মায়ার করি ডোরে
এযেনোরে আজব পাখি উঁকি মারে ভোরে।
এমনতরো লোকের সাথে দুষ্টুরা সব মিলে
গ্রাস করে হৃদয় তাহার সুযোগ খুঁজে পেলে
এমনতরো লোকের জীবন কষ্টে শুধু ভরা
কষ্ট যেনো অলংকার তার কষ্ট পরম পারা।