বাংলা আমার মায়ের ভাষা
ভাষার মধ্যে সেরা
বিশ্ব মাঝে এমন ভাষা
খুঁজে পাবে কেবা?
মাতৃভাষা বাংলা আমার
আন্তর্জাতিক ভাষা
এ ভাষাতেই আছে বেঁচে
বীর শহীদদের আশা।
বীর শহীদরা রক্ত দিয়ে
আনলো কেড়ে ভাষা
এ ভাষাতেই শান্তি খুঁজে
পুরাই মনের আশা।
ক্যামনে তোমায় ভুলবো মাগো
ভোলার উপায় নাই
বাংলা ভাষা মধুর ভাষা
তুলনা যার নাই।