মানুষ বড়ো বোকারে ভাই মানুষ বড়ো বোকা
টাকা পয়সা করতে গিয়ে নিজেকে দেয় ধোকা।
টাকা করতে স্বাস্থ্য হারায় স্বাস্থ্য পেতে টাকা
হারিয়ে সেই টাকা আবার পকেট করে ফাঁকা।

টাকা ও যায় স্বাস্থ্য ও যায় থাকেনা তার কিছু
বর্তমান ও তাহার সঙ্গে যায় যে পিছু পিছু।
পারেনা সে ভোগ করতে বর্তমানের কিছু
ভবিষ্যতের চিন্তা করে পড়ে রয়সে পিছু।

মনে মনে ভাবে সদা গড়বে ভবিষ্যৎ
ভবিষ্যতে গিয়ে দেখে সবযে ধুলিস্মাত।
তখন কাঁদে অতীত নিয়ে সোনালী সেই দিন
কোথা গেলো আজ হারিয়ে বাজিয়ে দুখের বীণ।

এমন ভাবে চলে মানুষ মরবেনা সে কভু
অথচ সে জানে না রে কেড়েই নেবে প্রভু।
সময় হাতে নাইরে বেশী একটু ভেবে দেখো
লোভ লালসা যতোই আছে একটু দূরে রেখো।

তারিখ-
বাংলা=২৯ চৈত্র ১৪২৮,
বার=মঙ্গলবার
ইংরেজী=১২-০৪-২০২২
সময়ঃ=২৩-৪৯ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ