মানুষ ভুল করে
মানুষ ই ভুল করে
ভুল করে মানুষ
ভুল করে মানুষই অন্য কেউ না
মানুষ বারবার ভুল করে
বারবার ভুল করে মানুষ
শতো শতো বার ভুল করে
ভুল করে শতো শতো বার
হাজার বার ভুল করে
ভুল করে হাজার বার মানুষ
আবার ভাবে আর কখনো ভুলের ধারেও ঘেঁষবে না সে
করবে না আর কোনো ভুল
কিন্তু ঘুরেফিরে আবারও সেই ভুলের পুনরাবৃত্তি
মানুষ শিক্ষা নেয় পণ করে প্রতিজ্ঞা করে কৃত সকল ভুল থেকে
প্রতিশ্রুতি ও অঙ্গীকারাবদ্ধ হয় আপনা থেকেই
কিন্তু সে নিজেই আবার কৃত পণ ভঙ্গ করে
অনুতপ্ত হয় যন্ত্রণায় ছটফট করে কতোক্ষন কতোবার
নিদ্রাহীন চোখে অসংখ্য রাত পার ক'রে দেয়
নিষ্পলক তাকিয়ে থাকে জানালার গ্রীল ধ'রে
সাথী হয় গভীর রাতের অন্ধকার
অনুতাপ অনুশোচনায় ভুগতে থাকে পুড়তে থাকে
সারাক্ষণ সারাবেলা
আর ভাবে এবারকার মতো শেষ
জীবনে আর করবে না সে ভুল
কিন্তু চাইলে কি আর হয়?
ভুলের মাঝেই মরে মানুষ ভুলের মাঝেই রয়।