সভ্যতার ঊষালগ্ন হতে
মানবজাতিকে আগলে রেখে
ভালোবেসেছিলেম হাজার হাজার বছর
কিঞ্চিৎ ফিরে তাকায়নি আমার দিকে কেউ
সর্বভুক মানবজাতিকে কি দেবো
ভয়াবহ গরম বার্তা
ভুলে গেছি সব হে ধরিত্রীপুরের পরম বিধাতা
ক্ষুধার্ত মানবজাতির জন্য বড়ো মায়া হয়
লজ্জা শরম বলে কি কিছুই নেই তাদের
উজাড় করে দিলো আফ্রিকার পুরো জঙ্গল তারা
দেদারসে
সাফ করে দিলো আমাজন এক ক্ষুরধার ফুঁৎকারে
গ্রাস করলো সব বিধবার গৃহকোণ
বাকী নেই আর এতটুকু তার
নদীর তীর খাল নদী বিল
নদীর স্রোতধারা
বায়রন ইলিয়ট জন কিটস্ ওয়ার্ডসওয়ার্থ এর
কবিতার সব প্রিয় পঙক্তি গুলো
মুন্ডুপাত করলো একের পর এক
তবুও মিটলো না মানবের চিত্তের লোভ
মিটলো না বুঝি আজ মানবের সাধ
বাকী নেই কিছু আর ভক্ষণের
এখন আছি একা আমি এই পৃথিবী
আমি একাই পৃথিবী
আমাকে কুঁড়ে কুঁড়ে খাও
ছিড়ে ছিড়ে খাও মনের মতো করে খাও
ক্ষতবিক্ষত করো হে মানবজাতি আমাকে
ময়েঞ্জোদাড়ো হরোপ্পা খাও হিরোসিমা নাগাসাকি খাও
তবুও তোমার ক্ষুধা নিবারন করো খেয়ে আমাকে
এবার এসো প্রাণভরে গোগ্রাসে গিলে খাও
মনুষ্যকুল আমাকে
আমি পৃথিবী যে তোমাদের দান করেছিলেম জমিন
গাছপালা সবুজ প্রকৃতি
শস্যদানা কোরবানির চাঁদ
কৃষকের গোলাঘর লাঙ্গল জোয়াল
খোঁয়াড়ের পশুর খাবার
সে মানব কেড়ে খায় আজ বুভুক্ষু শকুনির পেটের
খাবার
খাও খাও খাও খেয়ে নাও পুরোটাই
যতো পারো খাও হে মনুষ্যকুল
খেয়ে নাও 'পুরো পৃথিবী আমাকে'
কোরো না খেতে আমাকে আর কোনো ভুল