জীবন মানে ম্যানেজমেন্ট জীবন মানে স্কিল
স্কিল ছাড়া জীবন কারোর চালানো যে মুস্কিল।
এলোমেলো জীবন যেমন পায়না খুঁজে গতি
গতি ছাড়া জীবন তাহার করে শুধুই ক্ষতি।

মাঝি ছাড়া নৌকা যেমন পায়না খুঁজে ঘাট
লোক ছাড়া নদীর তীরে বসেনা আর হাট।
প্ল্যান ছাড়া ছাত্র ছাত্রী করলে লেখাপড়া
সময় যাবে বছর যাবে ফল পাবে না তারা।

পড়তে পারবে প্লান করে সিলেবাসটি যতো
শ্রম দিলে স্কিল মাফিক রেজাল্ট পাবে ততো।
সমাজ বলো দেশ বলো প্লান ছাড়া চললে
মরবে সকল রাজা উজির আমজনতা বুঝলে?

ম্যানেজমেন্ট আর স্কিল ছাড়া দেশ চালনা করলে
বারোটা যে বাজবে দেশের আমজনতার বুঝলে?
অর্থ তেল আর গ্যাস ছাড়া শ্রীলঙ্কার দেশে
খাবার ছাড়া আমজনতা মরছে অবশেষে।

শ্রীলঙ্কার দেশ চালনায় ছিলো শতেক ভুল
ধীরে ধীরে মরছে মানুষ ছিঁড়ছে মাথার চুল।
আমজনতার আন্দোলনে রাজা গেলো ফেসে
অপদার্থ রাজার পাশে রইলো না কেউ শেষে।

উদাস রাজা উদাস মন্ত্রী উদাস সকল সাথী
রাজা গেলো গদি ফেলে খেলো সবাই লাথি।
শ্রীলঙ্কার ভঙ্গুর অবস্থা একদিনে নয় সৃষ্টি
রাজা উজির মন্ত্রী সবার ছিলো উদাস দৃষ্টি।

ব্যর্থ সবাই দেশ চালনায় তরী গেছে ডুবে
ক্ষেপেছে হায় সবাই আজি উঠবে না আর জেগে।
দাঁত থাকতে দাঁতের পালন করো সময়মতো
দাঁত গেলে আর কাজ হবে না কাঁদবে তখন শতো।

হাতি যখন খাদে পড়ে চামচিকা হয় বীর
লাথি মেরে হাতির পিছে উচ্চে ধরে শীর।
ম্যানেজমেন্ট আর স্কিল যদি কর্মে নাহি থাকে
ভুগতে হবে রেখো জেনে জীবনের প্রতি বাঁকে।


তারিখ-
বাংলা-২২ চৈত্র ১৪২৮, মঙ্গলবার
ইংরেজী-০৫-০৪-২০২২
সময়ঃ ৬-৪৬ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ