সবাই চেনে মাকড়সার জাল
চেনে সকল জনা
ঐ জালে কেউ পড়লে ধরা
আটকে যাবে সোনা।
যতই করো দাপাদাপি
যতই মারো ফাল
ছিড়তে পারো ইচ্ছে মতো
কাটতে পারো জাল।
আটকা যখন পড়ে গেছো
আটকে ঠিকই রবে
পথযে তোমার রুদ্ধ আজি
বোদ্ধারা সব কবে।
ক্ষুদে কেউ পড়লে ধরা
এমনতরো জালে
আটকে রবে সারাজীবন
গরীব মারা কলে।
ঐ জাল আবার এমনতরো
বড়োদের ভয় পায়
জাল ছিড়ে ঐ বড়োরা সব
ঠিক বেরিয়ে যায়।
আইন হলো মাকড়সার জাল
ক্ষুদে মারার কল
মরবে শুধু ছোটোরা সব
এটাই হলো ছল।