এ পৃথিবীতে আসার পর
মাত্র তিনটি শব্দ শিখেছিলাম আমি
শত সহস্র কোটি কোটি শব্দের মাঝে মাত্র তিনটি শব্দ
শিখেছিলাম কি?এখনো শিখেই যাচ্ছি শব্দত্রয়
ভালোবেসে মাত্র সেই তিনটি শব্দই শিখে চ'লেছি আজও
কলেবর তার বাড়াতে পারিনি কোনো
বাকী জীবনের তরী বেয়ে চ'লে যাব ছুটে যাব আমি
গভীর অন্ধকার ভেদ করে একান্তই ছুটে যাব আমি
চ'লে যাব অনেক অনেক দূরে
আবারও আসবো আমি ঠিক
সেখান থেকে ফিরে
পৃথিবীর কোথাও
যাবনা যাবনা আমি আর শব্দত্রয়কে ছেড়ে
ভালোবেসে ভালোবেসে আবারও
ফিরবো আমি
ফিরবো আপন ঘরে
আসবো সেই প্রিয় শব্দ ত্রয়ের কাছে
যদিওবা কয়ে যাবে তারা আরও অনেক কথা
রয়ে যাবে ব্যঞ্জনা অনেক শব্দ ত্রয়ের পাশে
তারপর তারপর মরনের পরেও যদি
আসি আমি ফিরে
আবারও এ সুন্দর পৃথিবীর পরে
তখন কাটাবো সময়
প্রিয় লাইব্রেরীতে প্রিয় সংগ্রহশালায়
আর শিখতে থাকবো অবিরাম আমার প্রিয় সেই শব্দত্রয়
হৃদয়ের উষ্ণতম ভালোবাসার জলে
ভেসে যাব আমি
অবলীলায় ভেসে যাব ভালোবাসায়
একান্ত সাধনা ও গবেষণার ঐকান্তিকতায়
শিখতে থাকবো চিরকাল বহতা নদীর মতো
আমার প্রিয় শব্দত্রয়কে একান্ত ইচ্ছে মতো
তবুও হবে না শেষ শেখা তার কোনো
ঐ শব্দত্রয়ের সাথে আরো যোগ হবে
আমার জীবনের চেয়েও প্রিয়
আরও অনেক বেশী প্রিয়
আরও একটি সুন্দর শব্দ
যার সাথে রয়েছে চিরন্তন সুমধুর সাযুজ্য আমার
সেই শব্দটি কবিতা হয়ে কথা বলে যায়
সারাদিন দোর্দণ্ড প্রতাপে
একান্তই আপন মনে
শুধুই আমার সনে
বাকী তিনটি শব্দের দরোজা
খোলা
ঠিক আকাশের মতো চিরকাল খোলা
প্রেম বিরহ আর ভালোবাসা
আর
এরই মাঝেই সাঙ্গ হবে সকল প্রেমিক প্রেমিকার
তপ্ত হৃদয়ের সঞ্চিত থরথর কম্পমান ধারা