যদি ম'রেই গেলাম যদি আত্মহত্যার পথই বেছে নিলাম
এ পৃথিবী ছেড়ে যদি চ'লেই গেলাম
নিজের হাতে নিজের জীবন যদি গলাটিপে হত্যাই করলাম
জ্বলজ্বলে জীবনের ঔজ্জ্বল্য ছড়ানো যদি বন্ধ ক'রেই দিলাম
তো কি থাকলো আমার?
একদিন লাশ হতে হবে বিদায় নিতে হবে এ পৃথিবী থেকে
এ চরম সত্যতো সকলের জন্যই অনিবার্য
সুস্থ শরীরে এই যে ঘুরে বেড়াচ্ছি সাবলীলভাবে শ্বাস নিচ্ছি
চোখ ভ'রে সৃস্টির সকল বিষ্ময় অবলোকন করছি
দু'চোখ ছাপিয়ে পৃথিবীর সব কিছু চেয়ে দেখছি
এরচেয়ে সুন্দর আর কি আছে এ পৃথিবীতে?
জীবনে কি পেলাম বা পেলামনা তা কি বেঁচে থাকার কোনো
মানদণ্ড হতে পারে?
পাওয়া না পাওয়া বেঁচে থাকার কোনো উপজীব্য হতে পারে?
এ পৃথিবীতে সবচেয়ে আপন নিজের শরীর নিজের মন
এরচেয়ে আপন আর কি হতে পারে?
শরীরের যত্নে সার্বক্ষণিক সজাগ থেকে এগিয়ে গেলে
সুন্দরভাবে শীতের নদীর জলের মতো প্রবাহিত হয় জীবন
বিদায় বারতা সেতো একদিন আসবেই ততক্ষণ পর্যন্ত নিজের
জীবনকে একটু ভালোবাসি
চোখ ভ'রে সবুজ দেখি প্রাণ ভ'রে শ্বাস নেই
ডানা মেলে আকাশে চিলের ওড়াউড়ি চেয়ে দেখি
বিলের মাঝে সাদা বক কুঁচি বকের মাছ ধরার দৃশ্য অবলোকন
করি জোছনার স্নিগ্ধ আলোয় ইচ্ছেমতো অবগাহন করি
জীবনে এটাইতো সবচেয়ে সুন্দর
কিছু পাওয়া না পাওয়ার সাথে এই সুন্দর কোনোভাবেই তুল্য
নয়
নিজের জীবনই সবচেয়ে সুন্দর সবচেয়ে আপন
জীবনকে ভালোবেসে তাই শান্তি খুঁজে ফিরি
জীবনের সকল শূন্যতা হাহাকার বিষন্নতাকে তাই বিদায় করি