কৃষ্ণ কালো বরটি খোঁজে লম্বা ফর্সা মেয়ে
দ্যাখেনা সে কৃষ্ণ কালো নিজের দিকে চেয়ে
বিয়ের বাজার শূন্য তারই জানেনা সে নিজে
তবুও চায় ফর্সা মেয়ে নিত্য সে যায় খুঁজে।
মেয়ে হবে ফর্সা ভারী দীর্ঘ হবে দেহ
বর স্বয়ং বাটুল বেটা দ্যাখবে কেনো কেহ?
লিলিপুট এর মতো বরের এমনতরো মেয়ে
কোথায় আছে মেয়ের বাবা আসবে ত্বরা ধেয়ে?
কৃষ্ণ কালো বেটে বরের একটু খানি চাওয়া
পূরণ করো মেয়ের বাবা হোকনা কিছু পাওয়া
হাসি হবে মিষ্টি মধুর ওষ্ঠ দ্বয়ের মতো
লুকিয়ে রবে বরটি সেথায় ঝিনুকেরই মতো।
কৃষ্ণ কালো খাটো বরের পুরুষ ব'লে কথা
লম্বা ফর্সা বৌ না হলে পাবে ভারী ব্যাথা
নাক হবে পাতার মতো আঁখি হবে বড়ো
বেটে খাটো বরের কথা ছিছি বলতে পারো।
আঙ্গুল হবে সরু চিকন লম্বা হবে চুল
কোমর হবে চিকন মতো নিতম্ব দুলদুল
এমন কনে খুজতে বরের হয়না কোনো ভুল
বাটুল ব্যাটা নিজের কথা ভাবেনা একচুল।