পান্তা ভাত লবন আর লঙ্কার জন্য তো ঘর বাঁধতে চাইনি আমি
তেল নুন ভাত সেতো
যে কারোর সাথে ঘর বাধলেই পাওয়া যেতো
হয়তো কিছু মারগুতো পড়তো আমার পিঠে
সেটা হয়তো সয়েও নিতাম মেনেও নিতাম দিন শেষে 
বাধ্য হ'য়েই হয়তো মেনে নিতাম
এই সয়ে নিতে নিতে একসময় ধাতস্থ হয়েও যেতো সবই

কিন্তু সমস্যা হলো প্রথম তোমাকে দেখার সাথে সাথেই
ঐ যে তোমার দু'চোখে আমার দু'চোখ আটকে গেলো
সেই থেকে আমি আর তোমার চোখ থেকে
ফেরাতে পারছিনা আমার চক্ষুদ্বয় আজও
চুম্বকের মতো ঠিক সুপার গ্লুর মতো আটকে আছে
আমার চোখ দুটি তোমার চোখের পাতায়

পান্তা ভাত লবন আর লঙ্কার জন্য তো ঘর বাঁধতে চাইনি আমি
চেয়েছিলাম একমুঠো ভাব তাকিয়ে থাকা একটু আদর
ভালোবাসা
নিতান্তই ভালোবাসা তোমার থেকে

শুধু একমুঠো ভাব ভালোবাসা
আর কিছুই নয়
আর কিছুই নয়
এইতো আমি চেয়েছিলাম তোমার কাছে