আজকে তোমার আকাশ দেখি জয় পতাকায় ঢাকা
আমার আকাশ নাইরে আজি চারদিকে সব ফাঁকা
সুযোগ পেয়ে আজকে যারা করছো অপমান
অপেক্ষাতে থাকো সবাই ফিরবে আবার মান।

শিক্ষা দীক্ষা সৌজন্যবোধ থাকে যদি তোমার
তবে কেন নিম্নতর সংকীর্ণ কাজ আবার?
হিংসা বিদ্বেষ প্রতিহিংসাবোধ থাকবে কেন কাজে?
এমনতরো কাজের পরে মরবে না তো লাজে?