পৃথিবীর সব নিরবচ্ছিন্ন অন্ধকার
যতোসব ঘন-কালো কৃষ্ণ গহবর
গভীর অন্ধকার আর রাতের নীরবতা
সব আজ  অর্জন করেছে আমার জীবনের
বড়ো প্রিয়তা
আকড়ে ধ'রেছে আমাকে তারা ঠিক অক্টোপাসের মতো
শিশু অন্ধকার আজ ধীরে ধীরে অনেকটাই বাড়ন্ত
পোক্ত ও পরিপক্ব
অনেক মুগ্ধতা আর আলিঙ্গনে আদরে আদরে
বশ ক'রে
ফেলেছে আমাকে তারা
আমার দেহ নিংড়ে সকল শক্তি আজ গ্রাস করে
ফেলেছে তারা
আমি নিশ্চল স্থবির অবিকল হাজার বছরের পুরানো এক সৌরজগত
ব্যথা-বেদনার অনুরণন বেজেই চলেছে অহর্নিশ
হৃদয়ে আমার
আমি শুধু খুঁজে পাই তোমাকেই
হে বিষন্ন প্রিয় অন্ধকার আমার
তুমি যে আমার বড়ো প্রিয়
অমাবস্যার মধ্যরাতে ছেড়ে দিওনা হস্ত ও পদযুগল
আমার
ভালো থেকো অন্ধকার ভালো থেকো গভীর রাতের কান্না
ভালো থেকো আজীবন
ভালো থেকো প্রিয় রাতের গভীরতা  আমার