কতটুকু ভালোবাসা পেলে ভালোবাসা টিকে থাকে হাজার বছর
ভালোবাসা দুজনের গভীর সম্পর্কের গতিময়তা
ভালোবাসা নিছক সম্পর্কের ধারাবাহিকতা
আস্তে আস্তে একদিন দুজনের দুটি পথ হয়ে যায় একা
তারপর হৃদয়ের গভীরে আঁকা এই ভালোবাসা
ছিন্ন হয় একদিন করুণ আঁখি তার দেয় দেখা
ক্ষয়ে যায় পুরোপুরি ছিন্ন হবার জন্য
দুজনেই তৈরি হয়ে নীরবেই একা
তারুণ্যের চাঞ্চল্য বর্ষার ভরাট নদী সকালের সূর্য
ভালোবাসার দৃঢ় সেতু বন্ধন হয়ে দাঁড়িয়ে থাকে মানবজীবনে
মাটির ঢিবিতে সটান দাঁড়িয়ে রয় সারি সারি উইপোকা
বাসা বেধে খেয়ে নেয় দলেবলে
ভালোবাসার ইতিউতির আঁকাজোকা
এমনি করেই শেষ হয় মানব মানবীর ভালোবাসা
তবুও তাদের হৃদয়ের গভীরে রয়ে যায়
টুংটাং আওয়াজের ক্ষুদ্রতম ভালো বাসা