তোমার জন্য বেঁচে আমার থাকা
মাঝে দেখি শুধুই তুমি বাকী সবই ফাঁকা
তুমি আমায় নেবে টেনে স্বপ্ন মধুপুরে
আমি রবো তোমার কাছে স্বপ্ন সুখের নীড়ে।
ঘুমিয়ে রবো আমি যবে দেখবে আমার মুখ
অবলীলায় যাবে ভুলে তোমার সকল দুখ
যতোই তুমি ভাবো দূরে ঠিকই আছি কাছে
কোটি মাইল দূরে গেলেও রবো ঠিকই পাছে।