কত শত পুরুষ দেখলাম এ জীবনে আমার
কত পান্তা কত ইলিশ কত ভুনা খিচুড়ি খেলাম কত পুরুষের
সাথে
লঞ্চ ঘাটে স্টীমারে বিমানবন্দরে দেখলাম কত পুরুষ
গ্রামে গঞ্জে হাটে বাজারে দেখলাম কত পুরুষের ছড়াছড়ি
দেখলাম মাঠে ময়দানে ইদুর বন বিড়ালের কতইনা গড়াগড়ি
চারদিকে এত পুরুষ এত পুরুষ তো চাইনি আমি
কেন ওরা পুরুষের পোশাক পরে সারি বেঁধে দাঁড়িয়ে রবে?
কোথায় সে প্রেমিক? কোথায় সে প্রেমিক?
আমি একজন প্রেমিক চাই শুধু
এত পুরুষ তো চাইনি আমার আঙ্গিনার কাছে
যে পুরুষ চোখের ভাষা বুঝতে বাংলার সমগ্র অভিধান তছনছ
করে
আমাকে দেখলে যে পুরুষ মাথা নীচু করে মুখ তার করে রাখে
মুক
বলো সে আমাকে কেমন করে বোঝে?
সে কি করে আমাকে হায় হররোজ খোঁজে?
এক চতুর্থাংশ পুরুষ সেজে কেন তারা অহেতুক ঘোরাঘুরি করে?
শুধু আমারই বাড়ির চৌকাঠ ঘিরে
এতসব পুরুষ দিয়ে কি হবে আমার?
আমি শুধু চাই একজন প্রেমিক
যে পুরুষ ইশারায় বুঝবে আমাকে
বুঝবে হৃদয়ের সকল ভাষা আর জীবনের সব আশা
আমি তো এমন একজন প্রেমিক চাই
এরচেয়ে বেশি কিছু চাই না আমি
কোথায় সে প্রেমিক? কোথায় সে রোমিও?
এমন একজন প্রেমিক চাই আমি
সাগরতীরে দাড়িয়ে যে আমাকে জলে ভেজা জোছনা গায়ে
মাখাবে
আমার সাগরে ডুব দিয়ে যে জোয়ারের পানিতে ভেসে যাবে
শুধু আমাকেই নিয়ে
লাল নীল আর কালো রং গায়ে মেখে তৃপ্ত হবে আজীবন
আর পৃথিবীর সবকিছু উপেক্ষা করে
শুধুই আমার হাত ধরে টেনে নিয়ে যাবে অনেক দুরে
পদ্মার ঢেউয়ের সাথে একাত্ম হয়ে
যে শুধু আমাকে নিয়েই ভেসে যাবে সাগর পানে
বিষন্ন মুখ দর্শনে যে আমাকে আদর করে বুকে টেনে নেবে
নায়াগ্রা জলপ্রপাতের ছলাৎ ছলাৎ শব্দের আনন্দ জোয়ারে যে
আমাকে ভাসিয়ে দেবে
আমার জীবনের মান অভিমান হবে যার একমাত্র প্রত্যয়
আমিতো এমন প্রেমিকই চাই
আজ দেখি মাঠভর্তি দারুণ খরা
কিন্তু কোথায় সে সোনার ফসল?
গোলাঘর আজ শূন্য আমার ইদুর দাপিয়ে মরে
লক্ষ কোটি পুরুষ দেখলাম এ জীবনে আমার
কিন্তু দুচোখ মেলে দেখলাম না কোনো প্রেমিক এ পৃথিবীতে আর
আজও দেখি রাত দুপুরে প্রেমিকার হৃদয় চিরে
কেঁদে ওঠে মন
অশ্রু যায় ঝরে
পার হয় রাত
শুধু হাহাকার করে
দু একটা পেঁচার সাথে কথা বলে আর কাঁদে
কোথায় সে প্রেমিক? কোথায় সে প্রেমিক?
একবার তাকাও না ফিরে এ পৃথিবীর সকল প্রেমিকার তরে