এমন সময় ছিলো যখন
            বিকেলে হাট বসতো
সাপ্তাহিক এ হাটের জন্য
           অপেক্ষায় সব থাকতো।

জড়ো হতো হাজার মানুষ
             সাপ্তাহিক এ হাটে
কোথাও বা নৌকা বাঁধা
         থাকতো নদীর ঘাটে।

হাটের জন্য এখন দেখি
          থাকেনা কেউ বসে
অলি গলির বাজার থেকে
         জিনিস কেনে কষে।

অলি গলির সকল খানে
          এখন দেখি বাজার
আবার দেখি বাসার সামনে
      হাক ছেড়ে যায় হকার।

মাছ মাংস শাকসবজী
                ফলসহ পণ্য
পাবে তুমি সবই সেথায়
            কিনে হবে ধন্য।

সাতদিনে দুদিন ক'রে
          মিলতো সুখের হাট
সওদা করে হাটুরেরা
          ফিরতো নিজের বাট।

দল ধ'রে ফিরতো বাড়ি
           গাইতো সুখের গান
লাল করতো ঠোঁট বধূ
           খেয়ে বাটার পান।

জৌলুস হারা হাটের পানে
           যায়না এখন চাওয়া
হাট বসেনা হাটের জায়গায়
          এই কি তাদের পাওয়া?

হাটের জায়গা ঘরগুলো আজ
             শূন্য পড়ে কাঁদে
গ্রাম বাংলার ঐতিহ্য আজ
       পড়লো কিসের ফাঁদে?


বাংলা= ২৯ জ্যৈষ্ঠ ১৪২৯
বার= রবিবার
ইংরেজী=১২-০৬--২০২২
সময়ঃ=১৩-১৮ মিঃ
স্থানঃ টাঙ্গাইল