চোখ থাকতে আজ অন্ধ আমি দেখতে আমি পাইনা
চোখের পরে পড়েছে পর্দা তাইতো দেখতে যাইনা।
ঘুরতে থাকে মনের মাঝে হরেক রকম কথা
বলতে নারি কাউকে আমি হৃদয়ে মম ব্যথা।
হাতে ছিলো মোবাইল আমার তাও নিলো কেড়ে
দুঃখ ছিলো যট্টুক আমার দ্বিগুণ হলো বেড়ে।
ছিনতাই হলো মোবাইল আমার কেমনে বলবো কথা
জমতে জমতে ঢোল হোলো পেট হোলো শেষে ব্যথা।
হয়তো কভু এ জীবনে আর হবে না দেখা
একলা ঘরে একলা হয়ে থাকবো আমি সখা।
মনে মনে ঠিকই কথা হবে তোমার সনে
দু'মন যখন এক হয়েছে ঠেকাবে কোন্ জনে।
বিপদ তোমার দু'দিন পরে যাবে ঠিকই কেটে
তখন তুমি বুঝবে ঠিকই বুঝবে ভুলের থেকে।
বারেবারে বলতাম আমি সাবধানেতে থেকো
চলার পথে আসবে বাঁধা চোখটা খুলে রেখো।
সাবধান হতে বলতাম তোমায় বলতাম আমি কতো
দেখো বিপদ ভর করেছে তোমার ওপর শতো।
চলার পথে পা' দুখানি ফসকে যদি যায়
পড়তে হবে পাহাড় থেকে সাগর মাঝে হায়।
কল দিলে তো অন্য কেহ ধরবে তোমার কল
সেই কারণে কল করিতে পাইনি মনে বল।
বললে তুমি কল না দিতে তাই তো আমি দিইনি
দেইবা নাদেই কল তোমায় একটুও ভুলে যাইনি।