পৃথিবীর সব কথা শেষ হয়ে গেছে
কথার লেশমাত্র বাকি নেই আর
পৃথিবীর মানুষ এতো কথা বলেছে
এখন আর বাকি নেই একটু ও
কথারা আজ ক্লান্ত বড্ড বেশি ক্লান্ত
তারা আর ধ্বনিত হতে চায়না কারো মুখে
তারা মানুষের মুখে আর উচ্চারিত হতে চায়না
তারা বিশ্বাস করে না মানুষ কে
তাদের ব‍্যবহার ক’রে মানুষ মিথ্যে বলে
অপরাধ করে
দেদারসে খুন করে মানুষ কে
হত্যা করে নির্দ্বিধায়
কথারা আর ব‍্যবহৃত হতে চায় না
তারা আস্থা হারিয়েছে মানুষের প্রতি
মানুষের মুখে উচ্চারিত হ’তে ঘৃণা বোধ হয় তাদের
তবে তারা বিশ্বাস করে পাখি ও নদীকে
পাখির কথা নদীর কুলকুল ধ্বনিকে
বিশ্বাস করে তারা
আর কাউকে না
কথারা আজ অবসন্ন দেহে অবসর নিতে চায়
মানুষের যাতাকল থেকে
বিলিন হতে চায় চিরতরে
বাঁচতে চায় মিথ্যের বালুচর থেকে
আর নয় কোনো কথা এ পৃথিবীর বুকে