আরে ও কৈতরীর মা, ম্যালায় যাবা না?
কি এর ম্যালা? কি কও?আরে বুঝলা না?
ঐ যে পয়লা বৈশাখের ম্যালা
হেইডা আবার কি জিনিস?হৈইডা কহন হয়?
আরে বৈশাখ মাসে, বৈশাখ মাসে
বছরের ম্যালা একবারই অয়
আমগো আবার ম্যালা কিসের?
আমগো ম্যালা তো হারা বছরই অয়,
এইডা আবার নতুন কি?
হেই সূর্য ওঠার আগে ঘুম থেইক্কা উডি
থালাবাসন হাড়ি পাতিল ধুই,দুধ দোয়াই
বাজারে যাই, বিক্রি করি
দশ টাহার পচা কাচকি মাচ কিনি,বাড়ি আই,
রান্না বান্না করি
মুখে দুইডা জোর কইরা ঢুহাই
অজান্তেই রাত নাইম্মা আসে ক্লান্ত দেহে
ছেড়া কাথায় মুখ ঢাহি
এক সময় ঘুমের ঘোরে নাহের বাঁশী বাইজা ওডে
সাইরেনের নাহাল
হঠাৎ চমকে উডি
স্পর্শে সারা শরীর গরম অয়ে যায়
খসে পড়ে নায়াগ্রা জলপ্রপাত, জলের ছলাৎ ছলাৎ
শব্দে শান্তির পরশে আবার ঢ'লে পড়ি
আমগো আবার পয়লা বৈশাখ কিএর?
আমগো তো বারোমাসই পয়লা বৈশাখ
হা হা হা