পুরো পৃথিবীটা হিমালয়সম প্রকান্ড এক কবিতার মত দাড়িয়ে আছে
ভাবনার জগৎ ভেদ করে বেরিয়ে এসেছে কবিতার শির
বাস্তবের পরাকাষ্ঠে ঠুকেছে পেরেক
মেঘমালায় কবিতা আগের মত ওড়েনা আর
কারো ঘর জমি পুরোদস্তুর কবিতা হয়ে কেঁদে কেঁদে হয়রান
আঘাত করে থেকে থেকে গৃহ জনের দরোজায়......