আসলে ভাই মৃত্যুর পরে
যায়না কিছুই সাথে
তবে কেনো মানুষগুলো
সম্পদ নিয়ে মাতে।
বিল্ডিং করো গাড়ী করো
কিছুই তোমার নয়
যাবার বেলা আপন যারা
সবাই লুটে নেয়।
একটু আগে মানুষ ছিলে
তোমার প্রিয়ার কাছে
এখন তোমায় লাশ বলে হায়
কাছেই বসে আছে।
জ্যান্ত মানুষ লাশ হয়ে যায়
দম ফুরালে হায়
দম অভাবে লাশ হয়ে আর
কথা নাহি কয়।
বাড়ি করো টাকা করো
কিছু ই তোমার নয়
ছেলেমেয়ে করলে মানুষ
নামটা তোমার নেয়।
শিক্ষা দেবে এমন শিক্ষা
তোমার শিশুর তরে
মানুষ হবে টাকার পিছু
যেনো নাহি ঘোরে।
সময় থাকতে উপলব্ধি
যদি তোমার হয়
বাঁচবে তুমি বাঁচবে সবাই
বাঁচবে বাপ ও মায়।
চলতে গেলে লাগে টাকা
বাঁচতে গেলেও টাকা
টাকা ছাড়া ঘোরে না যে
কোনো গাড়ির চাকা।
সৎ পথে আয় করো ভাই
যেটুক তোমার লাগে
এরবেশী আর করোনা আয়
সুখ খুঁজে নেও ত্যাগে।
এমনি করে যদি আহা
চলতে তুমি পারো
সুখ তোমার নেবে পিছু
তোমার পোয়া বারো।
টাকা পয়সা ধন সম্পদ
অঢেল রেখে গেলে
করবে তারা খুন খারাবি
যাবে শেষে জেলে।
থাকবে না আর মান সম্মান
যেটুক তোমার ছিলো
সম্পদের ই লোভে সবাই
জলাঞ্জলি দিলো।
সময় মতো বলো তাদের
চাই না কোনো টাকা
শিক্ষা নেবো মানুষ হবো
মানুষ হ'য়ে ই থাকা।