কিছু একটা করতে হবে প্রত্যয় যদি থাকে
কে ব'লেছে ছেলেরা সব বেকার বসে থাকে?
চিন্তা ঠিকই ক্যারিয়ার নিয়ে থাকে সবার মাঝে
তাই ব'লে কি থাকবে বসে সকাল সন্ধ্যা সাঁজে।

সিচুয়েশনে পড়লে পরে দশ বছরের বাচ্চা
ঠিকঠাক ব'লে দেবে ইনকামের পথ সাচ্চা
সিচুয়েশনে না পড়লে ত্রিশ বছরের লোক
অলস হবে কাঁদতে থাকবে করবে শুধু শোক।

কিছু একটা করতে হবে এমন সিচুয়েশন
চাইতে হবে করতে হবে বিকল্প নেই অপশন
মূল্যায়নে নেইরে সমাজ যাদের নাহি টাকা
অলস লোকের জন্য দেখি সরল পথও বাঁকা।

শ্রম মেধার সমন্বয়ে এগিয়ে গেলে কেউ
ভরবে নদী বইবে সদা সাফল্যেরই ঢেউ
আর যদি কেউ চুপটি মেরে অলস বসে রয়
কাঁদবে বসে সারাজীবন গুণী লোকে কয়।