খুঁজে নেবো
পথের কিনার ঘেঁষে ঘেঁষে হেঁটে যাবো বহুদূর
বাতাসে ভেসে বেড়ানো তোমার গন্ধ শুকে শুকে
তোমার বাড়ির ঠিকানা খুঁজে নেবো
ভেবোনা আমি তোমাকে খুঁজে পাবো না কোনোদিন
দিনের আর জোছনার আলোতে অবিরাম খুঁজতে থাকবো তোমাকে
তুমি যেখানেই ঘর বাঁধো সেখানেই চলে যাবো নিমেষেই
জঙ্গলের এক কোণে লুকিয়ে ঘর বাঁধলেও
খুঁজে নেবো তোমাকে
পারবে না করতে আড়াল কখনোই তোমাকে
তোমার গন্ধ আর পাখিদের দেখানো পথে
ঠিকঠাক হাজির হবো
তোমার বাড়ির আঙিনায়
ঝড় বাতাস কিছুই পারবে না ঠেকাতে
কিছুই পারবে না আটকাতে আমাকে