তোমরা আমায় খারাপ ভেবে যতোই কিছু বলো
আমার চোখে খারাপ কিছু দেখিনা তারপরও
খারাপ আমি কেমনে হলাম নিজেই বুঝি না
খারাপ কাজের পাশদে আমি মোটেই হাটিনা।
তাহলে ক্যান খারাপ বলো একটু ভেবে দ্যাখো
খারাপ ব'লে তোমরা কেনো চুপটি মেরে থাকো
অগোচরে কারোর কিছু বলা তো ঠিক নয়
বিজ্ঞজন আর বোদ্ধাজনে এ কথাটা কয়।
দোষে গুনে মানুষ সবাই ফেরেস্তাতো নয়
তবুও ক্যান কিছু লোকে খারাপ কথা কয়
বাংলা পাঁচের চেহারাটা গায়ে হলুদ গন্ধ
চলে যারা সাথে আমার বাঁধায় শুধু দ্বন্দ্ব।
বলি আমি ডেকে তাদের কাছে কেনো আসো
দূরের মানুষ দূরেই রেখে দূরে ব'সেই হাসো
শুধু শুধু মিথ্যা কথা ছড়াও কেনো ভাই
এ দুনিয়া ছাড়বে সবাই জেনে রাখো তাই।