চুন থেকে পান খসলে পরে
আমার ওপর রাগ করো
ব্যস্ত তোমার সংসার নিয়ে
রান্না বাটি সব করো।
একবার ও কি ভাবো তুমি
কেনো তোমার খোঁজ নিতে
দেরি কেনো হয়গো আমার
চব্বিশ ঘন্টার দিনটাতে।
থালা-বাসন ঘটি-বাটি
ধোয়া মোছার সকল কাজ
করতে করতে দিন চলে যায়
আসে শেষে দিনের সাজ।
বুঝতে তুমি পারো না যে
কেমনে সময় চলে যায়
কোথায় তোমার ছেলেমেয়ে
কোথায় তারা কি যে খায়।
আমার ও ঠিক এমনি করে
অফিস চলে সময় যায়
কাজের মাঝে থাকি ডুবে
খবর কে বা তখন নেয়।
দুঃখ করে লাভ কি বলো
একটু বোঝার চেষ্টা করো
তুমি আমি দু'জন যেনো
কাটাই সময় এমন তরো।
তবে তোমায় কথা দিলাম
তুমি আমি দিনশেষে
একবার হলেও খবর নেবো
যতোই কাজে যাই ভেসে।