পাঠশালা আর বিদ্যাপিটে
                    যতোই লভো জ্ঞান
জীবন সাগর পাড়ি দিলে
                    ভাঙবে তবে ধ্যান।

পাঠশালা আর বিদ্যাপিটের
                     প্রাতিষ্ঠানিক শিক্ষা
নয়তো সবই জীবন খাতার
                    রয়যে বাকী দীক্ষা।

নানা রং এর জীবন খানি
                          রংএ শুধু ভরা
রংএর সাথে রং না মিললে
                      দেখবে শুধু খরা।

বড়ো শিক্ষক খালি পকেট
                      বিদ্যাপিটও বটে
এমন শিক্ষক নাই কোথাও
                      এ পৃথিবীর তটে।

পকেট যখন থাকবে খালি
                      চিনবে আপনজন
চিনবে আরো বন্ধু বান্ধব
                         আত্মীয়স্বজন।

হাজার রকম শিক্ষা দেবে
                     পকেট যখন খালি
দেয় উপদেশ হাজারজনে
                    দেয়যে হালি হালি।

দেশ প্রকৃতির রূপটি তখন
                    দেখবে নয়ন মেলে
পালিয়ে যাবে সবাই তখন
                  তোমায় পিছু ফেলে।

খালি পকেট পন্ডিত শিক্ষক
                       তুলনা তার নাই
পকেট খালি হবার আগে
                     বুঝতে হবে তাই।