ভাই বলো বন্ধু বলো
কেউ কারো নয়
বোদ্ধাজন আর গুণিজনে
এই কথাটি কয়।
ভেবে দেখো আশেপাশে
বন্ধু যাদের আছে
তারাই আবার হিংসা করে
লাগে তাদের পাছে।
তোমার বাড়ি চুরি করায়
তোমার বাড়ির লোক
তোমার বাড়ির দিকেই দেখি
তাদের বেশী ঝোঁক।
দেখলাম আমি একশো বছর
চক্ষু দুটি মেলে
স্বার্থ নিয়েই চলে সবাই
স্বার্থ নিয়েই খেলে।
পানের থেকে খসলে চুন
ছাড় দেয় না কেউ
দেখলে মাছের কাটা বিড়াল
করে যে মেউ মেউ।
কাটা দেখলে খাবে বিড়াল
স্বভাব তারই খাওয়া
স্বার্থ ছাড়া নড়ে না কেউ
স্বার্থ যে তার চাওয়া।
যতোই বড়ো হওনা তুমি
আরো হতে চাও
সেই কারণে গদি তোমার
রক্ষা করতে চাও।
তেল মবিল খরচ করে
রাখবা গদি ঠিক
তেলের বদল মারলে ঘি
দেখবা চতুর্দিক ।
কারো কিছু হোক বা না হোক
ভাবনা তোমার নাই
উঠতে হবে পাহাড় চূড়ায়
ব্রত তোমার তাই।
ন্যায় অন্যায় দেখার ইচ্ছে
তোমার কিছুই নাই
যার যা হয় যাক না হয়ে
মরুক না সবাই।
এই দুনিয়ায় মা ছাড়া
আপন কেহ নাই
নিঃস্বার্থ মা'র ভালোবাসার
তুলনা আর নাই।