কেউ ভাবে নেই কিছু
                  নেই তার ভবে
যা কিছু আছে সব
                  অন্যের তবে।

আফসোসে জ্বলে যায়
                  বুক তার সদা
পাবে কোথায় খুঁজে বলো
                নজরুল দাদা।

ভাবে শুধু সারাদিন
                  নেই তার কিছু
পাবে আর বানাবে সে
             ছোটে তার পিছু।

অন্যও তারই মতো
                 ভাবে সারাক্ষণ
যতোকিছু আছে তার
                 করে নিরীক্ষণ।

সারাক্ষণ বসে শুধু
                   দীর্ঘশ্বাস ছাড়ে
যা কিছু আছে সব
               শুধু তারই ঘরে।

যা আছে তা নিয়ে
                 নিজে নয় খুশী
অন্যের সবই আছে
              আছে রাশিরাশি।