কেনো এমন হয়?
মাঝে মাঝে মনটা আমার
ভারী খারাপ হয়।
কিচ্ছু তখন ভাল্লাগে না
মনটা উদাস হয়
শুধু আকাশ পানে ধায়।
আকাশ কি সে বাড়ির কাছে
চাইলে যাওয়া যায়
আহা ধরা সে কি দেয়?
ধরা সেতো দেয়না আমায়
লোভ দেখিয়ে যায়
বলে আয় না কাছে আয়।
নির্বাক হয়ে তাকিয়ে থাকি
যদি কিছু হয়
আহা কিচ্ছু নাহি হয়।
তারার পানে চেয়ে থাকি
যদি ধরা দেয়
আহা তা কখনো হয়?
ধরা সেতো দেয়না ধরা
মিটমিটিয়ে চায়
শুধু হেসে বলে আয়।
চন্দ্র সূর্য দেয় না ধরা
ডেকে শুধু কয়
আরে আয় না কাছে আয়।
কেমন করে যাবো বলো
আকাশ পানে হায়
সেতো সবাই ফাঁকি দেয়।
বুঝতে আমি পারি না যে
কেনো এমন হয়?
আমার মনটা খারাপ হয়।
আমার মতো সবারই কি
মনটা খারাপ হয়?
তারা ও কি উদাস মনে রয়?
মনটা যবে আছে সবার
মনতো খারাপ হবে
আহা জবাব কি তার দেবে?