তোমার জন্য হৃদয় আমার
ডুকরে ডুকরে কাঁদে
কেমন করে ফেললে আমায়
এমনতরো ফাঁদে।
গলে সেদিন পরিয়েছিলে
গোলাপ ফুলের মালা
বুঝিনি তো সেদিন আমি
ফুলের এতো জ্বালা।
খুজিনিতো কাটা সেদিন
গোলাপ ফুলের পাশে
এখন কেনো কাটার আঘাত
বারে বারে আসে?
দিনের শেষে রাত আসে
রাতের পরে দিন
যায়না আঘাত যায়না ব্যথা
বাজে দুখের বীণ।
তোমায় ছাড়া আমার জীবন
আর যে চলে না
পাখিরা সব বিরাস মুখে
গান যে গাহে না।
কেমন করে বাঁচবো বলো
আর যে পারি না
এমন কেনো হলো প্রিয়
আমায় বলো না?
তোমার আমার দেখা কভু
আবার যদি হয়
শুধরে নেবো সুদ আাসলে
প্রিয় জগৎ ময়।
যেথায় থাকো ভালো থেকো
ওগো আমার প্রিয়
ভুল যদিগো হয়গো আমার
ক্ষমা করে দিও।