একদিন তোমাকে খুঁজে নেবো
দুপুরের কাঁঠাল ছায়ায়
কথা বলবো শুকনো পাতা আর
ছিড়ে যাওয়া শিকড়ের সনে
চেয়ে রবো নির্বিকার আকাশ পানে
চেয়ে রবো চিরকাল শুধু তব মুখপানে
পাতাকুড়ানি বুড়ীর সাথে ও হবে
অনেক কথা
তবুও তাকে কবো নাকো আমার সুপ্ত
প্রাণের ব্যথা
দু'চারটে শালিক এসে কানপেতে রবে
আমাদের কথা শুনার তরে
পাবে না সুযোগ পথিক ছায়া নেবে
ভাগ ক'রে
কাঁঠাল ছায়ায় বসে রবো চেয়ে রবো
আমি
শুধু তোমার জন্য
একদিন চলে এসো ফিরে এসো
না হয় ভুল করে হলেও এসো
ক'রে যেও আমাকে অনেক ধন্য
টের পাবে নাকো গাছের ছায়া কাঁঠাল
পাতা
সারি সারি দাঁড়িয়ে থাকা সবুজ বনানী
ঘেরা বন্য
দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসবে ঘুটে
কুড়ানি বুড়ীর ঘরে
হাসগুলো খুঁজে পাবে
যাবে চ'লে যার যার ঘরে
শ্রান্ত অবসন্ন দেহে পথিক ও ফিরে যাবে
আপন ঠিকানায়
শুধু রয়ে যাবো শুধু আমি বাংলার এ করুণ ডাঙায়!