নিভে যায় দীপ আহা
জ্বলে ওঠে তারা
এই হলো পৃথিবীর
নিয়মিত ধারা।
কেউ পায় সম্মান
কেউ পায় গদি
এভাবেই বয়ে যায়
অবিরাম নদী।
কাঁদে নদী বাংলার
কাঁদে নদীর জল্
তারি মাঝে কাঁদে মানুষ
কাঁদে কেনো বল্।