আকাশের নক্ষত্র আর ধ্রুবতারার সাথে একাত্ম হয়ে
বিনা কারণে মায়াবী জগতে প্রবেশ করে কতো মানুষ
সমুদ্রে জলের ঠিকানা বেয়ে এগিয়ে যেতে থাকে অবিরাম
থামার ফুরসত নেই
জ্বলন্ত উনুনের অগ্নিদাহের মায়ায় পুড়তে থাকে অহরহ
এ যেনো প্রিয়তর আরাম এ
কারণ নেই কোনো কারণ নেই একেবারে
তবুও মানুষ পুড়তে থাকে মায়ার বেড়াজালে
মায়ার পথ ধ'রে তবুও মানুষ হাটতে থাকে আপন খেয়ালে
একদিন হঠাৎ ক'রে ছিন্নভিন্ন হয়ে যায় মায়ার বাঁধন
তবুও থাকে না এর পেছনে আদৌ কারণ
মায়ার মোহে মানুষ ছুটে চলে সীমাহীন দিগন্তের কোণে
কিছু পাবে না কিছু হবে না জানে
তবুও কেবা কার কথা শোনে!