যৌবনকালে সুন্দরী হয় সব শ্রেণীর নারী
তাদের রূপে মুগ্ধ সবাই চোখ ফেরাতে নারি
কাক ও বলে সুন্দরী সে যৌবনে তার ভারি
এমনতরো সুন্দরীকে কেমনে ভুলতে পারি?

নদীর দিকে তাকিয়ে দেখো কতো রকম শোভা
নিয়ে কাটায় নদী তাহার দারুণ মনো লোভা
নাচতে থাকে তাধিন ধিন গাইতে থাকে গান
নাচ ও গানে কবি মনে জাগিয়ে তোলে প্রাণ।

শ্রাবন মাসে নদীর অঙ্গে কুমারী বাস করে
জলের নুপুর গায় জড়িয়ে নাচে ঝুমুর তালে
তবলা বাজায় আনন্দে সে বাজায় নিজ মনে
কবিরা সব কাব্য করে থাকে তাহার সনে।

ক্ষমতা যদি থাকে কারো মিথ্যাও হয় বাণী
তাহার কথাই অমর ব’লে সকলে নেয় মানি
কিছুই করার নাইরে কারোর ক্ষমতাই সব
বন্দী হয়ে জেলখানাতে কাটায় বারো মাস।

শক্তি এবং টাকা থাকলে মূর্খও হয় জ্ঞাণী
বনের সিংহ বোবা হলেও শক্তিশালী মানি
শক্তি এবং টাকার কাছে জ্ঞাণী সকল লোক
মূর্খ হয়ে পালিয়ে বেড়ায় এযে জাতির শোক।