কে না জানে যুদ্ধ খারাপ
যুদ্ধ ভয়ংকর
সব যুদ্ধেরই পরিণতি
খুবই অন্ধকার।
যুদ্ধ আনে ধ্বংস ডেকে
যুদ্ধ করে ক্ষয়
যুদ্ধ আনে হানাহানি
যুদ্ধ কেনো হয়?
যুদ্ধ আনে দুঃখ কষ্ট
যুদ্ধ আনে মরণ
যুদ্ধ করে বাস্তুহারা
যুদ্ধ করে শরণ।
ঊষালগ্ন থেকেই বিশ্বের
যুদ্ধ হলো শুরু
গোত্র সমাজ দেশে দেশে
বাজলো গুরু গুরু।
যুদ্ধ কখনো দেয়না শান্তি
যুদ্ধবাজরা জানো
যুদ্ধ করে তুষের আগুন
বিশ্বে কেনো জ্বালো?
যুদ্ধবাজরা যুদ্ধ ছেড়ে
মানব ভালোবাসো
অস্ত্র গোলা বারুদ ছেড়ে
কলমে বিষ নাশো।
তারিখ-
বাংলা-২১ চৈত্র ১৪২৮
ইংরেজী-০৩-০৪-২০২২
সময়ঃ ১২-৩২ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ