গরীব মারে বড়ো লোকে দেখে চেয়ে সবাই
ঠেকায়না কেউ এগিয়ে এসে হচ্ছে মানুষ জবাই।
এ ধরনের মারামারি ধনী দেশের কাছে
নয়তো কিছু এমনতরো ভাববে তারা পাছে।
দূরের থেকে বুলি ছাড়ে যায়না কাছে কেউ
ফিলিস্তিনের মানুষ মারে ইসরায়েলের ফেউ।
মুখে বলে বড়ো কথা ছোট্টো নহে মোটে
মহাজ্ঞানীর মহা কথা রয় যে শুধুই ঠোঁটে।
দেশে দেশে যুদ্ধ লাগায় থাকে দূরে বসে
অন্ধকারে চোখ মেরে কয় চড় মারো না কষে।
অস্ত্র গোলা বারুদ দেবো রকেট লাঞ্চার সহ
চালিয়ে যাও যুদ্ধ তোমরা ভাঙো শত্রুর ব্যুহ।
টাকা দেবো খাবার দেবো চিন্তা নাহি কোনো
তোমার দেশের আমজনতা বন্ধু আমার জেনো।
ক্ষয়-ক্ষতি হোকনা যতো পুষিয়ে দেবো আমি
যুদ্ধে আসার শখটা শেষে বুঝিয়ে দেবে তুমি।
বড়ো বড়ো রাষ্ট্রগুলো ছোটো রাষ্ট্রের পিছু
লেগে থেকে যুদ্ধ লাগায় হয়না তাদের কিছু।
মাতুব্বরি সালিশ গিরি মোড়লরা সব চায়
মীমাংসা না করে আবার যুদ্ধ করতে কয়।
একবার ও সে কয়না ডেকে তুমি আমার ভাই
যুদ্ধ ছেড়ে আলোচনায় বসতে হবে তাই।
মাথার ওপর হাত বুলিয়ে সাহস দিয়ে কয়
যুদ্ধে তারা হারবে এবার তোমার হবে জয়।
লক্ষ্য তাদের ধ্বংস করা জনতা আর দেশ
লাগলে যুদ্ধ দেশে দেশে আনন্দের নাই শেষ।
ছোটো ছোটো দেশগুলোর বাঁচার উপায় নাই
ডানে গেলে বাম ক্ষেপে যায় করার কিছু নাই।
তারিখ-
বাংলা-২৮ চৈত্র ১৪২৮,
বার=সোমবার
ইংরেজী-১১-০৪-২০২২
সময়ঃ ২১-৫১ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ