যুবতী বর্ষার
রূপ বৈচিত্র্যের নেই কোনো পরিসীমা
কবি সাহিত্যিকগণ সহস্র বছরের সাধনার পরও
টানতে পারেনি বিস্তৃত পরিধির সীমা
নেই কোনো তুলনা এ যুবতীর এ ধরাধামে
পৃথিবীর সব সুন্দরীকে একে একে পরাস্ত করেছে
এ যুবতী প্রথম রাউন্ডেই
ষড়ঋতুর কেউই মাথা উঁচু করে দাড়াতে পারেনি
এ যুবতীর সামনে
শান্তির সুবাসিনী যুবতী বর্ষা মানব হৃদয়ে ছড়িয়ে
দেয় ফুলের সৌরভ
ভালোবাসার সিক্ত স্পর্শে উজ্জীবিত,উদ্বেলিত,প্রাণবন্ত
ও আরো সজীব হয়ে ওঠে
মানব মন ও কবি হৃদয়
মাধবী লতার মতো দুলে ওঠে কবি মন
বর্ষা যুবতী মানব মনে অকাতরে সুধা দেয় ঢেলে
কার্পণ্য করে না এ বিষয়ে কখনো সে ভুলে
অনন্ত বিরহ-বেদনা আর সুখের পসরা বসায় সে
প্রেমিক-প্রেমিকার বুভুক্ষু হৃদয়ে
অনন্ত সৌন্দর্যলোকে উদ্ভাসিত হয় মানব মন
বহুরূপী যুবতী বর্ষা কখনো ধ্বংসের প্রলয় তান্ডবে
মেতে ওঠে আবার
আঁখিদ্বয়ে কখনো অশ্রু ঝরে আবার কখনো বা হাসির
ফোয়ারা পেতে বসে আপন মহিমায়
যুবতী বর্ষার গোলাঘর আনন্দ-বেদনা,আদর-সোহাগে
ভরা
তার আদর সোহাগে
মানব ও কবি মন ছুটে যায় অনন্ত সৌন্দর্যের অভিসারে
হারিয়ে যায় মানব মন অন্য ভূবনের বারান্দায়
লোভনীয় সিক্ত আশ্রয়ে বেঁছে নেয় শীতল পাটি
..........................................................চলবে