জনগনের চাকর তুমি
নেতার সাথে বাটপাড়ি
কতো বড়ো সাহস তোমার?
কথায় কথায় জোচ্চুরি।
জনগনই দেশের মালিক
তারাই বানায় নেতা
সেই নেতাকে তুচ্ছ করো
কেমন তোমার পিতা?
চুরি করো ডাকাতি করো
কেউ কি তোমায় কয় কিছু?
কোন্ সাহসে কেমন করে?
লাগলে তুমি নেতার পিছু?
সেন্স কি তোমার আছে কিছু?
তুমি কে আর নেতা কে?
তোমার মতো মূর্খ বেটা
কেমন করে জানবে যে?
প্রজেক্টের টাকা মারো
কাজের নামে ফকফকা
বিএমডব্লিউ গাড়ি কেনো
বিল্ডিং বানাও চকচকা।
কোন গ্রেডের কর্মচারী?
কতো টাকা বেতন পাও?
সবি জানে দেশের মানুষ
তা কি তুমি টের পাও?
পোস্ট ছাড়া প্রমোশন নিয়ে
রাজ কোষাগার লুট করো
চেয়ার টেবিল ছাড়াই তুমি
বড়ো কর্তার ভান ধরো।
থেকে তুমি নীচের পদে
উচ্চ পদের বেতন নেও
যতো আছে আর্থিক সুযোগ
একটু ও কি ছাড় দেও?
আশ্রয়নের টাকা মেরে
ঘর বানাও সব নড়বড়ে
হস্তান্তরের আগেই সাধুর
বাতাসে যায় ঘরপড়ে।
চাকর হয়ে মালিকের সাথে
কিসের এতো পোদ্দারি?
লজ্জা ঘৃণা নেই কি তোমার?
কিসের এতো বাহাদুরি?
নিম্নতর চাকর তুমি
সে কি তুমি ভুলে যাও?
জনগণের নেতার সাথে
কেমন করে পাল্লা দাও?
মান্য গন্য নেই কি তোমার?
কোথায় তোমার বাড়ি?
কেমন তোমার মাতাপিতা?
কেমনে দিলো ছাড়ি?
কি পরিবেশ ছিলো তোমার?
কি পেয়েছো শিক্ষা?
কেমন করে চললো জীবন?
কি পেয়েছো দীক্ষা?