মায়ের মতো যোদ্ধা বলো কে আছে আর ভবে?
মা ছাড়া আর কেবা আমার দুঃখের কথা কবে?
আমার মুখের কষ্টের রেখা আঁকলে পরে কেউ
মায়ের চোখে আছড়ে পড়ে সাত সাগরের ঢেউ।

না খেয়ে মা পথ চেয়ে রয় কখন ফিরবো বাড়ি
খাবার বেড়ে ডেকে বলে খেয়ে নে তাড়াতাড়ি
আমার চোখে চোখ রেখে মা পড়ে চোখের ভাষা
এমন পাঠক আর পাবোনা করিনা তার আশা।

আমার মা যে সেরা যোদ্ধা এই পৃথিবীর মাঝে
সকল যোদ্ধা বিজিত আজ আমার মায়ের কাছে
মায়ের যুদ্ধের গল্প ব'লে শেষ করা কি যায়?
চোখ ফুটালো রোদ দেখালো মা যে দুনিয়ায়।

আমার মায়ের তুল্য কেহ নাই দুনিয়ার পরে
মায়ের কথা পড়লে মনে অশ্রু চোখে ঝরে
মা ছাড়া এ পৃথিবী তে আপন কেহ নাই
ইচ্ছে করে মায়ের কাছে এক্ষুনি ছুটে যাই।