জীবন টা যদি একটা বটবৃক্ষ হতো
শতাব্দীর পর শতাব্দীর সেতু পার ক'রে দেয়া যেতো
খুব অনায়াসেই
সবুজ সতেজ পাতা আঁখি মেলে তাকিয়ে থাকতো
শ্রান্ত ক্লান্ত পথিকের তৃষ্ণার্ত হৃদয়ের দিকে
ছায়া কায়া মায়া দিয়ে ভ'রে দিতো সুশীতল আশ্রয়
হাজার হাজার পথিক এসে বসতো বৃক্ষের ছায়ায়
ক্লান্তি মুছে ফেলে ছুটে যেতো রঙ্গিন জীবনের অসীম ঠিকানায়
জীবন টা যদি একটা বটবৃক্ষ হতো
কতোটা বয়স পেতো এ পৃথিবীর রূপ রস গন্ধ ভোগের জন্য
কিন্তু একটা তেলাপোকার মতো জীবন পেয়ে মানুষ
কি-ইবা করতে পারে তার নিজের কিম্বা অন্যের জন্য?
হায় জীবন তুমি যদি একটা শতাব্দী সম বটবৃক্ষ হ'তে
তাহলে কতো সুন্দর ই না হতো এ পৃথিবীর জীবন