জীবন তুমি এতো ছোটো কেনো? আর একটু বড়ো কি তুমি হতে
পারো না?
দেখো না টেনে টুনে একটু বড়ো করা যায় কিনা? একবার ভেবে
দেখো
একটু দীর্ঘ সময় নিয়ে আরও কিছু দিন সুন্দর এ পৃথিবীতে থাকা
যায় কি না!
এতো অল্প সময়ের মধ্যে তোমাকে আমরা কি দিতে পারি? এতো
অল্প সময়ে তোমার জন্য কিছুই কি করার আছে?
একটা কবিতা লেখার আগেই তুমি শেষ হয়ে যাও
একটা গোলাপের পাপড়ি তার সজীবতা, সৌন্দর্য ও সৌরভ
হারানোর আগেই তুমি ঢলে পড়ো?
এক ঝাক পাতিহাঁস সাঁজ বেলা ঘরে ফেরার আগেই তুমি নেতিয়ে
পড়ো?
নব পরিনিতার হলুদের রং মুছে যাবার আগেই তুমি ছেড়ে যাও
সুন্দর এ পৃথিবী?
একটা সুন্দর গাড়ি ও বাড়ি করে ভোগ করার আগেই কেনো তুমি
অদৃশ্য হয়ে যাও?
হে ধরিত্রীপুরের অধিকারী জীবন যদি দিলেই তবে এতো অল্প
সময়ের জন্য দিলে কেনো?
আরও একটু দীর্ঘ সময় দিলে কি হতো? কি ছিলো ক্ষতি তাতে?
সুন্দর এ পৃথিবীতে থাকতে চাই অনন্তকাল
যেতে চাই না এ ভূবন ছেড়ে
থাকতে দাওনা আরও কিছু কাল
শুনতে দাও ভোরের পাখির ডাক
শুনতে দাও নদীর কুলকুল ধ্বনি
নিতে দাও রজনী গন্ধার সৌরভ মন ভরে
প্রিয়ার জন্য এক ঝুড়ি গোলাপ নিয়ে গলির কোণে দাড়িয়ে থাকার
সুযোগ দাও না বিধাতা
তাকে অনন্তকাল ভালোবাসলেও ফুরাবে না আমার ভালোবাসা
এতো ছোটো একটা জীবন দিয়ে কি করবো বলো?
অন্তত আমার ও আমার নীলার জন্য না হয় জীবনটা একটু বড়ো
করে দাও!
হে বিধাতা অমর করে দাও তুমি নীলা ও আমাকে!