তোমার প্রতিটি কথাই ঝর্ণার শব্দের মতো
কবিতা হয়ে ঝরে পড়ে
কানের দুলের মতো তোমার প্রতিটি কথাই
কবিতা হয়ে দুলতে থাকে
তোমার সান্নিধ্যে হই নদীর কল্লোলের মতো শিহরিত
তোমার হাসিতে জোছনা ঝরে অবিরত
তোমার আঙ্গুলের স্পর্শে হই আমি তাপাহ্নিত
গভীরে আরো গভীরে গেলে ধীরে ধীরে হই আমি
আগ্নেয়গিরির লাভার মতো